Monday, August 25, 2025

‘করোনা’-র তোপ ভারতীয় সেনার দিকেও।

এক ভারতীয় সেনার শরীরে খোঁজ মিলেছে COVID-19 সংক্রমণের৷
ওই সেনার বাবার শরীর থেকেই তাঁর দেহে ছড়িয়েছে ওই ভাইরাস, এমনই অনুমান৷ এই প্রথম এক ভারতীয় সেনার শরীরে COVID-19 সংক্রমণের প্রমাণ মিলেছে। লাদাখের লে-তে কর্তব্যরত ৩৪ বছরের ওই ফৌজি আক্রান্ত হয়েছেন এই মারণ-রোগে। তাঁর শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারান্টাইন বা অন্যদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভারতীয় সেনার পদাতিক বাহিনী লাদাখ স্কাউটস রেজিমেন্টেরই সদস্য ওই ফৌজি৷ সূত্রের খবর, গত ২৭ ফেব্রুয়ারি এই ফৌজির বাবা ইরান থেকে দেশে ফিরেছেন৷ বাবার দেশে ফেরার খবর পেয়ে এই সেনাকর্মী ক্যাজুয়াল লিভ নিয়ে বাড়িতে যান। ছুটি কাটিয়ে ২ মার্চ ফের তিনি ডিউটিতে যোগ দেন। আর তার কিছুদিন পরেই ওই সেনার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ মেলে।

জানা গিয়েছে, ওই সেনার বাবাও করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে লাদাখ হার্ট ফাউন্ডেশনে গত ২৯ ফেব্রুয়ারি থেকে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে৷ ৬ মার্চ তাঁর শরীরে করোনা ভাইরাস বা COVID-19 সংক্রমণের প্রমাণ মিলেছে। ওই সেনার রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ বলেই জানা গিয়েছে৷ সেনার তরফে জানানো হয়েছে, ওই সেনা কর্মী নিজের কাজে খাতায় কলমে যোগদান করলেও, তাঁকে কোয়ারান্টাইন করেই রাখা হয়েছে। ওদিকে তাঁর বোন, স্ত্রী ও দুই সন্তানকেও করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়েছে।

ওদিকে খবর মিলেছে, পুনা-র এক সামরিক ইনস্টিটিউটের এক সেনা আধিকারিকের শরীরেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে৷ তাঁর দেহেও ওই মারণ ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তাঁকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তবে এখনও তাঁর রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি৷

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version