Tuesday, December 16, 2025

শতবর্ষ আগের প্রেক্ষাপট, ফিরিয়ে দিল সময়

Date:

Share post:

একশ বছরে তবে কি ইতিহাসের পূনরাবৃ্ত্তি। একশ বছর আগে অর্থাৎ ১৯১৯ সালের আঠারই মার্চ, আর একটা দেশজোড়া আন্দোলনের সূচনা হয়েছিল । প্রথম বিশ্বযুদ্ধ শেষ । দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে কাহিল ব্রিটিশ শক্তি । দেশের অভ্যন্তরে তখন স্বদেশী আন্দোলন উত্তাল। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার এক সন্ত্রাসবাদ বিরোধী এবং দমনমূলক আইন প্রণয়ন করেন । কুখ্যাত রাউলাট আইন ।বৈপ্লবিক কার্যকলাপের মোকাবিলা করার উদ্দেশ্যে বড়লাটের আইন সচিব সিডনি রাওলাটের সভাপতিত্বে কমিটি গঠিত হয়। রাওলাট কমিটি কতগুলি সুপারিশ করে। প্রথমত, সন্দেহভাজন যে কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, দ্বিতীয়ত, আটক ব্যক্তিকে বিনা বিচারে বন্দী রাখা যাবে, তৃতীয়ত, বিশেষ আদালতে তার বিচার হবে, চতুর্থত, ঐ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না, সর্বশেষ, সরকার বিরোধী যে কোন প্রচার দণ্ডনীয় বলে গণ্য হবে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় এবং সরকার সাধারণ আইনের প্রয়োগ স্থগিত রেখে, জনসাধারণকে চরম পুলিশি ও প্রশাসনিক অত্যাচার ও নির্যাতনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় ।এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সরকারের সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড দেশকে স্তব্ধ করে দেয়। পরের বছর শুরু হয় অসহযোগ আন্দোলন। ১৯২২ সালে হিংসার সীমা ছাড়ায় এই আন্দোলন। চৌরিচৌরার ঘটনায় গান্ধীজি ইতি টানেন আন্দোলনের। সরকারের কোনও সিদ্ধান্তের বিরোধিতা মানেই সেটি দেশদ্রোহিতা, এই ভাবনা ব্রিটিশ রাউলাট আইনে উল্লেখ ছিল। তবে কি বদলায়নি দেশ এই একশ বছরে! তবে কি শুধু শাসনের রঙ বদলেছে ! করোনায় মারা গেছেন যত জন তার অনেক গুন বেশী সংখ্যায় মানুষ মারা গেছেন এনআরসি বিরোধী আন্দোলনে। অসহযোগ আন্দোলন সেদিনও হিংসার পথ নিয়েছিল। আজকেও তার ব্যাতিক্রম হয়নি। আঠারই মার্চ ১৯১৯, রাউলাট আইনের সূচনা হয়েছিল। ২০২০ সালের আঠারই মার্চ। আরএকবার ভেবে দেখার দিন।

 

আরও পড়ুন-দায়িত্বজ্ঞানহীন সেই আমলার কাছ থেকে করোনা কাদের মধ্যে ছড়াতে পারে?

spot_img

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপ আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...