করোনা নিয়ে গুজব ছড়ালেই কড়া ব্যবস্থা, ট্যুইট বার্তা কলকাতার পুলিশ কমিশনারের

করোনাভাইরাস এখন মানুষের কাছে বিভীষিকা। সকলের মুখে একটাই কথা “করোনা”। চোখে-মুখে আতঙ্ক স্পষ্ট। সতর্ক-সচেতনতা থাকলেও গুজব যেন বড় বেশি করে মাথাচাড়া দিয়েছে। সাধারণ সর্দি-কাশি হলেই তাঁর থেকে দূরে সরে থাকছে মানুষ। দেখা হচ্ছে ঘৃণার নজরে।

সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আজব আজব সব খবর। ভীত হয়ে পড়ছে শহরবাসী। তাই গুজব রুখতে এবার তৎপর হল কলকাতা পুলিশ। কমিশনার অনুজ শর্মা আজ, বুধবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন।

নগরপালের পোস্ট, “অনুরোধ, সত্যতা যাচাই না করে অযথা করোনা সংক্রান্ত মেসেজ ফরোয়ার্ড করবেন না। সোশ্যাল মিডিয়ায় আমরা এই ধরনের পোস্টের উপর নজর রাখছি। যাঁরা মিথ্যে খবর, গুজব ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

আরও পড়ুন-দায়িত্বজ্ঞানহীন সেই আমলার কাছ থেকে করোনা কাদের মধ্যে ছড়াতে পারে?

Previous articleশতবর্ষ আগের প্রেক্ষাপট, ফিরিয়ে দিল সময়
Next articleলন্ডন থেকে ফিরে কাদের সঙ্গে সাক্ষাৎ তরুণের, খোঁজ নিল ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’