করোনা : ইজরায়েলের জীবাণু বিশেষজ্ঞ কোন দেশের ঘাড়ে দায় চাপালেন?

চিন থেকেই ছড়িয়েছে করোনার ভাইরাস? ১২০টি দেশে ছড়িয়ে পড়া জীবাণুর উৎস খুঁজতে চলছে নানা তথ্য পরিবেশন। নয়া তথ্য দিয়ে এই মুহূর্তে খবরে ইজিরায়েলের গোয়েন্দা বিভাগের প্রাক্তন এক সামরিক কর্তা, নাম ড্যানি শোহাম। তিনি আবার জীবাণু অস্ত্র বিশারদ। আর তাঁর দাবি চিনের জীবাণু অস্ত্রগার থেকেই নাকি এর উৎপত্তি। ‘ওয়াশিংটন টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন, ইউহানে রয়েছে চিনের জীবাণু অস্ত্রাগার। সেখান থেকেই এই মারণ ভাইরাসের উৎপত্তি। চিন এ দাবি যথারীতি অস্বীকার করেছে। ড্যানির দাবি ভাইরাস বিশেষজ্ঞরা উড়িয়ে দিতে পারছেন না। কারণ, তিনি মাইক্রো বায়োলজিতে পিএইচডি। আর প্রায় ২১ বছর ধরে ড্যানি ইজরায়েল, মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে জীবাণু ও রাসায়নিক অস্ত্র নিয়ে কাজ করেছেন। ফলে ড্যানি শোহমের দাবির সত্যতা খুঁজতে চলছে বিজ্ঞানীদের অনুসন্ধান।

Previous articleকরোনা হামলা : বিশিষ্ট চিকিৎসক দেবী শেট্টি কী বলছেন?
Next articleইতালি যেন মৃত্যুপুরী