মিষ্টিতে নতুন থিম ‘বাংলার গর্ব মমতা’

খাওয়ার শুরু থেকে শেষ- মিষ্টি বাঙালির খুবই প্রিয়। এবার মিষ্টিকে হাতিয়ার করে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির প্রচারে নেমেছে তৃণমূল। দোসরা মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক ভাবে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি শুরু হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মীদের এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। এবার সেই কর্মসূচির সঙ্গে যোগ হল মিষ্টি। শ্রীরামপুর বটতলার একটি মিষ্টির দোকানে তৈরি হচ্ছে ‘বাংলার গর্ব মমতা’ থিমের মিষ্টি। এই মিষ্টির অর্ডার দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল কর্মীরা। ক্ষীরের তৈরি ওই মিষ্টিতে মেতে উঠেছেন তৃণমূল কর্মীরা।
এই মিষ্টি যে শুধু শ্রীরামপুরের মানুষের রসনা তৃপ্তি করছে, তা নয়। ব্যান্ডেল, বৈদ্যবাটি, উত্তরপাড়া, কোন্নগর ছাড়াও অন্যান্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার অনুযায়ী এই মিষ্টি নিয়ে যাচ্ছেন। দোকানের মালিক সুশান্ত কর্মকার জানান, বছরের বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিন্ন রকমের মিষ্টির অর্ডার দেওয়া হয়। এবারেও কিছু তৃণমূল কর্মী ‘বাংলার গর্ব মমতা’ তৈরির দায়িত্ব দেওয়া হয়। এই মিষ্টি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল কর্মীরা। তাতে ভালো সাড়া মিলছে বলে মত শাসকদলের স্থানীয় নেতাদের।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: একাধিক নিষেধাজ্ঞা জারি দিঘায়

Previous article“ব্যবসা নয়, এখন সহযোগিতার সময়” সরকারি-বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর
Next articleকেন্দ্রের নয়া নির্দেশিকায় কোন কোন ক্ষেত্র খোলা অথবা বন্ধ ?