করোনা সতর্কতায় জমায়েত নিষিদ্ধ হলেও এন আর সি এবং সি এ এ-র বিরুদ্ধে পার্ক সার্কাসসহ একাধিক জায়গায় ধর্ণা চলছেই। প্রশাসন এদের আপাতত উঠিয়ে দেওয়ার ঝুঁকি নিচ্ছে না। সূত্রের খবর, পুলিশের তরফ থেকে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ চলছে। তারা চাইছে লোক কমিয়ে রিলে সিস্টেমে ধর্ণা চালু রাখতে। তাদের বক্তব্য, আন্দোলনকারীরা যথেষ্ট সতর্কতার সঙ্গেই ধর্ণায় থাকছেন।

আরও পড়ুন-শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক: চোখে জল নিয়ে বিকাশভবন ছাড়লেন বৈশাখী, কিন্তু কেন?
