ফাঁসি সম্পন্ন হতেই তিহাড় জেলের সামনে আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়ল আমজনতা

ঘড়ির কাঁটা সকাল সাড়ে পাঁচটার ঘরে৷ নানা টালবাহানার পর অবশেষে ফাঁসি হল নির্ভয়ার ৪ ধর্ষকের৷ ৭ বছর ৩ মাস পর মিলল ন্যায় বিচার৷ভোরবেলাতেই ফাঁসির সাক্ষী থাকতে তিহার জেলের সামনে ভিড় করেছিলেন প্রচুর সাধারণ মানুষ ৷
দেশের মানুষের কাছে এই খবর সরাসরি সম্প্রচার করতে যেমন উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও ৷ ফাঁসি সম্পন্ন হতেই আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়ে আমজনতা।
নির্ভয়ার সঙ্গে মর্মান্তিক ঘটনার পর থেকেই দেশেবাসীকে পাশে পেয়েছিলেন তার মা৷ শুক্রবার ২০ মার্চ সম্পূর্ণ হল সেই বৃত্ত ।
নির্ভয়া দেখিয়ে গিয়েছে যে এ দেশের লড়াই ও প্রতিবাদের ক্ষমতা৷ যে লড়াই শুরু হয়েছিল ৭ বছর আগে, শুক্রবার ভোরে তারই শেষ দেখল দেশ৷ ৪ ধর্ষকের ফাঁসির মধ্যে দিয়ে শুধুমাত্র নির্ভয়ার মা ও বাবাই শান্তি পেলেন না, শান্তি পেলেন তারা, যারা দিনের পর দিন প্রতিবাদে সামিল হয়েছিলেন৷ প্রতিনিয়ত সাহস জুগিয়েছেন তার মাকে।

Previous articleপুরীর মন্দির ধ্বজায় আগুন, অশুভ ইঙ্গিতের জল্পনা
Next articleজনতা কার্ফু ফিরিয়ে দিল শাহিনবাগ