Sunday, November 9, 2025

থেমে গেল ভোকাল টনিক। নিভে গেল প্রদীপ। ১৯৫১ সাল। সন্তোষ ট্রফিতে বিহারের রাইট উইংগারটি চোখ কাড়ল কর্মকর্তাদের। বল যেন কথা বলে। নাম জানা গেল প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপর দেখতে দেখতে ভারতের ফুটবল আকাশে নক্ষত্রের জায়গা করে নিলেন এই প্রবাদপ্রতীম ফুটবলার। ময়দানের নাম পিকে ব্যানার্জি। ১৯৬০ সালে পদ্মশ্রী, ১৯৬১ সালে অর্জুন পুরস্কার। ফিফার পক্ষ থেকে তাঁর গোটা ফুটবল জীবনের জন্য দেওয়া হয়েছে ফুটবল সর্বোচ্চ সম্মান, ‘অর্ডার অব মেরিট’।
কলকাতা ময়দানে প্রথম দল আরিয়ান, তারপর ইস্টার্ন রেলওয়ে। ১৯৫৫ সালে জাতীয় দলের হয়ে প্রথম মাঠে নামেন। ১৯৫৮,৬২,৬৬-র এশিয়ান গেমসে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। ১৯৫৬ এবং ৬০-র অলিম্পিকেও তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। ১৯৬৭ সালে স্পাইক তুলে রাখলেও, মাঠ ছাড়েননি। ফুটবল কোচ হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন বাংলার দুই প্রধানকেই। অমল দত্ত ভার্সেস পিকে ব্যানার্জি দ্বৈরথ, চিরকাল মনে রাখবে বাংলা ফুটবল। সাতই ফেব্রুয়ারি থেকে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তিরাশি বছরের প্রাক্তন ভারত অধিনায়ক। রক্তচাপটাও লাগাম ছাড়া। এছাড়াও হৃদযন্ত্রেও সমস্যা ছিল প্রাক্তন অলিম্পিয়ানের। পিকের যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার। সোমবার বিকেল থেকে তাঁর শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। তাঁকে পুরোপুরি ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শুক্রবার দুপুর ২টো ৮মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পিকের মৃত্যুতে ময়দানে নেমে আসে শোকের ছায়া।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version