Tuesday, November 18, 2025

করোনায় কাঁপছে গোটা বিশ্ব। আর এই ভাইরাস থেকে বাঁচতে হু হু করে বেড়েছে মাস্কের চাহিদা। গত কয়েকদিন ধরেই মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক ওষুধের দোকানেই মাস্ক পাওয়া যাচ্ছে না। ট্রেনে, স্টেশন চত্বর কিংবা ফুটপাথে অবশ্য এক ধরণের মাস্ক বিক্রি হচ্ছে। সস্তায় সেই মাস্ক কেনার জন্যও ব্যস্ততাও নজরে আসছে কিছু মানুষের মধ্যে। এই সব মাস্ক ব্যবহার কতটা সঠিক এবং নিরাপদ, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন দেখা দিচ্ছে মাস্ক ব্যবহার নিয়ে ৷

◾মাস্ক ব্যবহার করলেই কি এই ভাইরাসের মোকাবিলা করা যাবে?

◾আদৌ সকলের এই মাস্ক ব্যবহার করার দরকার আছে ?

◾ সঠিক কি ধরণের মাস্ক ব্যবহার করা উচিৎ ?

বিশেষজ্ঞ ও চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা ভাইরাসের মোকাবিলার জন্য ঢালাওভাবে সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজনই নেই।

🔴 শুধুমাত্র যে সমস্ত মানুষ হাঁচি, সর্দি, কাশি কিম্বা জ্বরে ভুগছেন তাদের “মেডিকেটেড মাস্ক” ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

🔴 যারা কোয়ারেন্টাইনে আছেন এবং তাদের দেখাশুনার জন্য যারা রয়েছেন, তাদের “মেডিকেটেড মাস্ক” ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

🔴 সর্দি, কাশি, হাঁচি নেই, অথচ, শুধুমাত্র করোনা আতঙ্কেই যারা মাস্ক
ব্যবহার করছেন, তাদের অন্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি৷

🔴 অযথা সকলের মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই৷ আতঙ্কে যারা সাধারণ মাস্ক ব্যবহার করছেন তাতে বিপদ কমার থেকে বেড়ে যেতে পারে।

🔴 দিনের পর দিন একই মাস্ক ব্যবহার করলে অন্য একাধিক ইনফেকশন হতে পারে।

🔴 সাধারণ মানুষ যে ধরনের মাস্ক ব্যবহার করছেন, তাতে নানা বিপদের সম্ভাবনা বেশি। এই ধরনের সাধারন মাস্ক পড়ার ফলে করোনার বদলে অন্য অসুখে ভুগতে পারেন৷

[ এই প্রতিবেদনে শুধুমাত্র সাধারণ তথ্য দেওয়া হয়েছে৷ এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কোনও বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’ কখনই বিশেষজ্ঞ- পরামর্শ দেওয়ার অধিকারী নয় ]

Related articles

হাসিনার সাজা ঘোষণার পরই অগ্নিগর্ভ বাংলাদেশ, ঘটল মৃত্যুর ঘটনাও

২০২৪ সালের জুলাই মাস থেকেই উত্তপ্ত বাংলাদেশ। সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Seikh Hasina) ফাঁসির সাজা ঘোষণার...

অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার মাদভি হিডমা

একটা সময়ে যে মাওবাদী কমান্ডার বস্তারে ভারতীয় বাহিনীর রাতের ঘুম কেড়েছিলেন তিনি মাদভি হিডমা(Madvi Hidma)। অবশেষে অন্ধ্রপ্রদেশে এনকাউন্টারে...

মঙ্গলবার থেকে শুরু একাদশ-দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া

মঙ্গলবার থেকে শুরু হল এসএসসি(SSC) একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। ইতিমধ্যেই কুড়ি হাজার নামের তালিকা প্রকাশ...

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...
Exit mobile version