আপনারা যে শহরে রয়েছেন, দয়া করে সেখানেই কিছুদিন থাকুন, জনতা কার্ফুর প্রাক্কালে টুইট মোদির

রাত পোহালেই রবিবার সকাল ৭ টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশজুড়ে জনতা কার্ফু শুরু হবে। শনিবার জাতির উদ্দেশে এই বিষয়ে নতুন আবেদন জানালেন প্রধানমন্ত্রী। টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সবার কাছে আমার প্রার্থনা, আপনারা যে শহরে রয়েছেন, দয়া করে সেখানেই কিছুদিন থাকুন। তা করতে পারলে আমরা সবাই মিলে এই রোগের সংক্রমণ রুখে দিতে পারব”।

তিনি লিখেছেন , রেল স্টেশন, বাস স্টপে ভিড় করে আমরা আমাদের শরীর নিয়েই ঝুঁকি নিচ্ছি। দয়া করে নিজের ও আপনার পরিবারের কথা ভাবুন। একেবারেই অপরিহার্য না হলে ঘর থেকেই বেরোবেন না”।
কাল সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গোটা দেশে জনতা কার্ফু চলবে। মোদীর এদিনের টুইটেও তেমনই ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এদিনের টুইটে লিখেছেন , করোনাভাইরাস নিয়ে আমাদের ভাই বোনদের মনে ভয় জাঁকিয়ে বসেছে। রুটি রুজির জন্য যাঁরা নিজের গ্রাম ছেড়ে অন্য শহরে গিয়েছেন, তাঁরা ফেরার চেষ্টা করছেন। কিন্তু ভিড়ের মধ্যে সফর করলে এই ভাইরাসের সংক্রমণের তীব্রতা বাড়তে পারে । আপনি যেখানে যাচ্ছেন সেখানকার মানুষও এই রোগে সংক্রামিত হয়ে পড়তে পারেন।

Previous articleপাঠকদের জন্য বিশেষ ঘোষণা
Next articleমেঘ জমছে আকাশে, বৃষ্টির সম্ভাবনা