Thursday, January 15, 2026

কে এই অরুণ গুপ্ত? জেলের শীর্ষপদে অবসরের পরেও কেন বারবার?

Date:

Share post:

বারুইপুরের পর দমদম। অন্য জেলও আছে। ছোটবড় অঘটন ঘটেই চলেছে। অনিয়ম, বিশৃঙ্খলা, গোলমাল চলছে। বড় ঘটনা খবরে আসে। ছোট ঘটনা আসে না। অথচ গোলমাল বেড়েই চলেছে।

প্রশ্ন উঠছে কেন এসব হচ্ছে? সরকার কী করছে?

জেল পরিষেবাসূত্রে খবর, কারা ডিজি অরুণ গুপ্ত অবসরের পরেও বারবার এক্সটেনশন পেয়ে যাচ্ছেন। তাঁকে আর ঐ পদ থেকে নড়ানো যাচ্ছে না। গোটা সিস্টেমটা নিয়ন্ত্রণ করছে একটি চক্র। বহু ভালো অফিসার টিকতে পারছেন না। জেলের ভিতরের সিস্টেম বিপর্যস্ত । জনসংযোগ বেহাল। অথচ দুর্নীতি চরমে। ফলে যেকোনো ইস্যুতে গোলমাল বেধে যাচ্ছে।

প্রতিবারই খবর হয় অরুণ গুপ্ত ছুটে যান। বিবৃতি দেন। তদন্তের কথা বলা হয়। অথচ ঘটনা যখন থামছে না, তখন এই অরুণ গুপ্তকে সরানো হয় না। এবারও হয়ত তিনি পার পেয়ে যাবেন।

দমদম একটি বড় ও স্পর্শকাতর জেল। বিপুল বন্দি। আগের সুপার দেবাশিস চক্রবর্তী পরিস্থিতি সামলে রেখে সুন্দর চালাচ্ছিলেন। একটি চক্র তাঁকে বহরমপুরে বদলি করে। তখন থেকেই দমদম জেল ফুঁসছিল। এখন করোনা আতঙ্কের কারণে তার ভয়ানক বহিঃপ্রকাশ হল।

জেল সূত্রের খবর, অবিলম্বে তিনটি পদক্ষেপ জরুরি।
এক, অরুণ গুপ্তকে অবিলম্বে বিদায় করা।
দুই, কারারক্ষী সমিতিগুলির সাংগঠনিক অধিকারদান।
তিন, উপযুক্ত কমিটি গড়ে জেলের পরিকাঠামোর তদন্ত ও ব্যবস্থা।
অন্যথায় এই অশান্তি চলতে থাকবে।

spot_img

Related articles

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে না পারার...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...

আমেদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রয়াত ক্যাপ্টেনের আত্মীয়কে তলব

গত বছরের জুন মাসের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার তদন্ত নিয়ে ফের দ্বন্দ্ব। সেদিনের দুর্ঘটনার তদন্তের কারণে...

সেবাশ্রয়ে মাথাটা দেখিয়ে যান: নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে মোক্ষম খোঁচা অভিষেকের

ওষুধ খেতে হবে না। নন্দীগ্রামে সেবাশ্রয়ে এসে মাথাটা দেখিয়ে যান। নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীকে...