দেশ কার্যত “লক ডাউন”

জনতা কারফিউ ১০০ শতাংশ সফল। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আবেদনে গোটা দেশের মানুষ আজ নিজেকে গৃহবন্দি রেখেছে। আর সচেতন জনতার এই ভূমিকা দেখে বেশ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

যার শুরুটা হলো সমস্ত রকম ট্রেন বন্ধ করে দেওয়ার মাধ্যমে। রেল মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা জানানো হলো, প্যাসেঞ্জার মেইল লোকাল মেট্রো পরিষেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রী এর আগে জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। সুতরাং, যা পরিস্থিতি তাতে বলাই যায় করো না মোকাবিলায় ভারতে কার্যত জারি হয়ে গেল লকডাউন।

Previous article১২ করোনা আক্রান্ত সফর করেছেন ট্রেনে, জানাল রেল
Next articleদেশে করোনার বলি আরও এক, এবার মৃত্যু মুম্বইতে