৩১ মার্চ পর্যন্ত দেশে কোনও প্যাসেঞ্জার ট্রেন চলবে না

গুরুত্বপূর্ণ ঘোষণা করল ভারতীয় রেল। করোনা সংক্রমণ ঠেকাতে আজ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে কোনও প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে না। তবে মালবাহী রেল পরিষেবা স্বাভাবিক থাকবে। রবিবারই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্যাসেঞ্জার ট্রেনেই করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। তাই এই জরুরি পদক্ষেপ নিল ভারতীয় রেল।