৩১ মার্চ পর্যন্ত বন্ধ মেট্রো রেলও

করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে কোনও প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে না। সেইসঙ্গে কলকাতা সহ দেশের কোথাও চলবে না মেট্রো রেল। তবে মালবাহী রেল পরিষেবা স্বাভাবিক থাকবে। রবিবারই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। যেকোনও প্যাসেঞ্জার ট্রেনেই করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। তাই মেট্রো রেল সহ সব প্যাসেঞ্জার ট্রেন বন্ধের এই জরুরি পদক্ষেপ নিল ভারতীয় রেল।

Previous articleদমদম জেল নিয়ে যেন ভুল না বোঝায় অরুণ গুপ্তর প্রশাসন, কুণাল ঘোষের কলম
Next articleমৃত্যুপুরী ইতালিতে এবার করোনা আক্রান্ত কিংবদন্তি মালদিনি ও তাঁর পুত্র