করোনা সংক্রমণ আটকানোর জন্য লকডাউনের সিদ্ধান্ত। যদিও ছাড় রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসে। কিন্তু তাও বিভ্রান্তি ছড়াচ্ছে। এর জেরে মাথাচাড়া দিচ্ছে কালোবাজারি। সোমবার, কোচবিহার জেলা শহরের বাজারে আলুর দাম একলাফে বেড়েছে। কোচবিহার রেলগেট বাজারে সোমবার সকালে আলুর দাম ৩৫ টাকা থেকে ৫০ টাকা কেজি। শুধু যে আলু চড়া দামে বিকোচ্ছে তা নয়, অন্যান্য সব সবজির দামও তুলনামূলক বেশি।

এমনই অভিযোগ করেন ক্রেতারা।
এই অসময়কে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা বেশি মাত্রায় মুনাফা লুটছে। তবে, ভবানীগঞ্জ বাজারে কালোবাজারি তুলনামূলক কম।
এই পরিস্থিতির কথা জানানো হয়েছে কোচবিহার মহকুমা শাসাক সঞ্জয় পালকে। তিনি জানান, দ্রুত তৈরি করা হচ্ছে টাস্কফোর্স। যাতে দ্রব্য মূলের নিয়ন্ত্রণ রাখা যায়।
সোমবার বিকেল থেকে কাজ করবে এই দল। কোনও ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
