সর্বদল বৈঠকে যে যে দাবি জানানো হল

সর্বদল বৈঠকে যে যে দাবি জানানো হলো

মহাকরণে শুরু সর্বদল। বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী করোনা নিয়ে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করেন। এরপর বলেন সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, মনোজ ভট্টাচার্য, অশোক ঘোষ, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, তরুণ নস্কর, স্বপন বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি।

সর্বদল থেকে দাবি :

১. স্যানিটাইজার অপ্রতুল। প্রয়োজনে নিজেরাই তৈরি করতে পারি।

২. শহরের ফুটপাথবাসীদের স্কুলে রেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তাদের থেকেও সংক্রমণ ছড়াতে পারে।

৩. একটি নির্দিষ্ট হাসপাতালকে যদি করোনা হাসপাতাল করা যায়।

৪. কাজে না এলে সবেতন যাতে হয়।

৫. জুটমিলগুলো অনেকগুলো চলছে। মানুষ জড়ো হচ্ছেন। এটা বন্ধ করা।

৬. অসংগঠিত শ্রমিকদের কাজ নেই। তাদের এককালীন অর্থ দেওয়ার দাবি। জনধন যোজনায় অন্তত ২হাজার টাকা করে দেওয়া।

৭. চিকিৎসার জন্য অন্য রাজ্যে যাওয়া এ রাজ্যের মানুষ অনেকে আটকে। তাদের জন্য দ্রুত ব্যবস্থা।

৮. অসংগঠিত শ্রমিকরা বাড়িতে থাকবেন। তাদের ফের চাকরিতে বহাল যেন করা হয়।

৯. কালোবাজারি বেড়ে গিয়েছে। রাজ্য সরকার সরেজমিনে নেমে পরিস্থিতি সামাল দিতে শুরু করুক। জিনিসপত্রের দাম বাড়ছে। সবজি, ডিম, আলুর দাম বেড়েছে।

১০. স্বাস্থ্যকর্মীদের মাস্ক আগে নিশ্চিত করা হোক। তারপর অন্যদের।

Previous articleভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৪১৫
Next articleলকডাউন শুরু রাজ্য জুড়ে