Tuesday, November 11, 2025

করোনা বিশ্বযুদ্ধে দেশ বাঁচলে, পরেরবার ডাক্তার পেটানোর আগে সময়টা খেয়াল থাকবে তো!

Date:

গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাস বা কোভিড-১৯ কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। আর এই বিশ্বযুদ্ধে একদিকে করোনা আর অন্যদিকে গোটা বিশ্ব। করোনার বিরুদ্ধে এই যুদ্ধে কোনও সেনা বা মিলিটারি নয়, জীবন বাজি রেখে চব্বিশ ঘন্টা লড়াই করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যাঁদের হাতে কোনও পরমাণু বোমা কিংবা আগ্নেয়াস্ত্র নেই। করোনাকে ঘায়েল করতে নেই কোনও প্রতিষেধক। লড়াইয়ের অস্ত্র বলতে শুধু নিজেদের মেধা-কর্তব্য-সামাজিক দায়বদ্ধতা।

আজ করোনা যখন গোটা মানবজাতিকে ধ্বংস করার পণ নিয়ে পৃথিবীজুড়ে দাপাদাপি করছে, তখন বুক চিতিয়ে লড়াই করছেন চিকিৎসকরা। তাঁদের চোখে-মুখে ক্লান্তি আছে, কিন্তু তৃপ্তিও আছে মানবসেবার।

অথচ, এই চিকিৎসকদের উপর আক্রমণ নেমে আসে কখনও কখনও। চলে নির্দ্বিধায় মারধর। ভাঙচুর। আর যা বেশিরভাগ সময় সংঘটিত হয় প্ররোচনার দরুণ। এমনটা নয় যে, ডাক্তারদের কোনও ভুল হয় না। এমনটাও নয় যে, হাসপাতালে ভুল চিকিৎসা হয় না। কিন্তু সঠিক পরিষেবার তুলনায় ভুল চিকিৎসার অনুপাত একেবারেই নগণ্য।

একবার কাল্পনিক ভাবে মনে করুন তো, করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে এই চিকিৎসক যোদ্ধাদের যদি না পাওয়া যেত কিংবা তাঁরা মুখ ফিরিয়ে নিতেন, তাহলে কী হাল হতো?

তাই যদি দেশ বাঁচে, যদি মানবজাতি বাঁচে, তাহলে করোনা নামক বিশ্বযুদ্ধের ইতিহাসকে সাক্ষী রেখে যেন আগামীদিনে কথায় কথায় ডাক্তার না পেটানোর শপথ যেন আমরা সকলে গ্রহণ করি। যুদ্ধ জয়ের পর দেশের বীর সেনাদের মতোই যেন আমরা স্যালুট করি চিকিৎসক মহলকে। অন্যথায়, থালা-ঘটি-বাটির বাদ্যি শুধু হুজুক আর প্রতীকী রয়ে যাবে। প্রকৃত শ্রদ্ধা-সম্মান থেকে যাবে অন্ধকারেই। যা দেখে হয়তো সেদিন মুচকি হাসবে মারণ ভাইরাসের অতৃপ্ত আত্মা!

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version