করোনা হামলায় রাজ্যে প্রথম মৃত্যু। দমদমের ৫৫ বছরের বাসিন্দা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সোমবার মারা গেলেন। এই ব্যক্তি ছিলেন ভেন্টিলেশনে। ভেন্টিলেশনে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর ৩.৩৫ মিনিটে মারা যান। তাঁর পরিবারের তিনজন মা, বোন, শাশুড়ি বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। খবর শোনার পর তাঁরাও ভেঙে পড়েন। মৃতের দেহ কাদের হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
