পৃথিবীর কক্ষপথের দিকে এগিয়ে আসছে বিশাল আকার গ্রহাণু ,জানালো নাসা

একে করোনা তে রক্ষে নেই গ্রহাণু দোসর। করোনাভাইরাস আতঙ্কে আপাতত কাঁপছে পৃথিবী। ১৫০ টিরও বেশি দেশ আক্রান্ত করোনাভাইরাসে।এমন সময়ে নাসা সামনে আনলো আরেকটি চাঞ্চল্যকর তথ্য। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন,পৃথিবীর খুব কাছ দিয়ে ধেয়ে যাবে বিপজ্জনক এক গ্রহাণু। গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ‘Asteroid ৫২৭৬৮’. আনুমানিক ১.১ থেকে ২.৫ মাইল ব্যাস বিশিষ্ট এই গ্রহাণুটি ঘণ্টায় বিশ হাজার মাইল বেগে পৃথিবীর কক্ষপথের কাছ দিয়ে ধেয়ে যাবে। যদিও নাসার দাবি এই গ্রহাণুটি সরাসরি পৃথিবীতে আঘাত হানবে না। তবে গ্রহাণুটির বিশাল আকারের জন্য পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। কেউ কেউ মনে করছেন ২৯ শে এপ্রিল এই গ্রহাণুটির জন্য পৃথিবীর কোনও কোনও জায়গা সূর্যের আলো থেকে কিছু সময়ের জন্য বঞ্চিত হবে। যদিও নাসা এই বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু জানায়নি।

Previous articleকরোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা অনুদান লকেটের
Next articleজিএসটি, আয়কর রিটার্ন জমা: সময়সীমা বাড়ল তিন মাস