বিকাল ৫টা পর্যন্ত দেশে ভোটের হার ৬০ শতাংশ, বাংলায় ৭৩.৯৩

প্রথম দুই দফায় ভোটের হারের তুলনায় বাংলায় তৃতীয় দফায় ভোট পড়েছে কম

তৃতীয় দফার নির্বাচনে দেশের ৯৩ কেন্দ্রে ভোট দানের হার ৬০ শতাংশ। সন্ধ্যা ৭টার মধ্যে সব বুথেই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে জানানো হয়েছে কমিশনের তরফে। দেশে সর্বাধিক ভোট পড়েছে অসমে। ভোটের শতাংশের হারে বাংলাকে টেক্কা দিয়েছে অসম।

কমিশনরে তথ্য অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার ৭৪.৮৬ শতাংশ। বাংলায় ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ। চণ্ডিগড়ে ভোট পড়েছে ৬৬.৮৭ শতাংশ। মধ্যপ্রদেশে ভোটের হার ৬২.২৮ শতাংশ। বিহারে ভোটের হার ৫৬.০১ ও মহারাষ্ট্রে সব থেকে কম ভোটদানের হার – ৫৩.৪০ শতাংশ।

প্রথম দুই দফায় ভোটের হারের তুলনায় বাংলায় তৃতীয় দফায় ভোট পড়েছে কম। কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় বাংলায় ভোট পড়েছিল ৮১.৯১ শতাংশ। দ্বিতীয় দফায় ভোটের হার ছিল ৭৬.৫৮ শতাংশ।

Previous articleসংক্ষিপ্ত SSC-রায়ের পরে সুপ্রিম কোর্টে শ্রদ্ধা মমতার, বিজেপি-র বোমা নিষ্ক্রিয়: খোঁচা অভিষেকের
Next articleনেই রক্তপাত, ছাপ্পা, রিগিং! রাজ্যে তৃতীয় দফার ভোটও অবাধ শান্তিপূর্ণ