Sunday, November 9, 2025

লকডাউনের মধ্যেই আন্তর্জাতিক বিমান এখনও ভারতে নামছে৷ বুধবার সকালে তেহেরান থেকে ২৭৭ জন যাত্রী নিয়ে যোধপুরে ফিরল বিমান৷ তাঁদের প্রত্যেকেরই স্ক্রিনিং হয়েছে৷ মঙ্গলবার, রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেন। জানান, মঙ্গলবার রাত থেকে সব বিমান পরিষেবা বন্ধ হয়ে যাবে৷ কিন্তু বুধবার সকালেই তেহেরান থেকে যাত্রী নিয়ে যোধপুরে ফেরে বিমান৷ অধিকাংশ তীর্থযাত্রী, তাঁদের বাড়ি লাদাখে।

করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে তেহেরান-সহ পুরো ইরানে৷ এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ সেখানে আক্রান্ত৷ মৃত্যু হয়েছে দেড় হাজেরের বেশি মানুষের৷ তাদের মধ্যে লাদাখেরই তিন বাসিন্দা রয়েছেন বলে সূত্রের খবর৷ গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের তরফেও জানানো হয়েছিল, ইরানে ২৫৫ জন ভারতীয় তীর্থযাত্রীর শরীরে COVID19 ভাইরাস পাওয়া গিয়েছে৷ কিন্তু এই পরিস্থিতিতে সেদেশ থেকে বিমানে করে যাত্রীদের ফিরিয়ে আনা কতটা যুক্তিযুক্ত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
তবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বিমান থেকে নামার পরে প্রত্যেকের স্ক্রিনিং করে যোধপুরের মিলিটারি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে৷ সেনাবাহিনী রাজস্থান স্ট্রেট মেডিক্যাল অথরিটির এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই সব যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করছে৷ আপাতত সবাই কোয়ারেন্টাইনে থাকবেন বলে খবর পাওয়া গিয়েছে।

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version