Tuesday, August 26, 2025

করোনা সংক্রমণ আটকাতে কোচবিহারে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা রয়েছে, তেমনই আছেন উদাসীন বাসিন্দারা। লকডাউনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা হলেও সাধারণ মানুষ নির্বিকার। সকাল হতেই কোচবিহারের বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কোন কারণ ছাড়াই একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে প্রবেশ করতে দেখা যাচ্ছে। বাজারে অবস্থিত চায়ের দোকান, পানের দোকানের সামনে ভিড় অব্যাহত। এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য বুধবার রীতিমতো মারমুখী হয়ে ওঠে প্রশাসন। সকাল ১১ টায় কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বাজারে গিয়ে নির্দেশ জারি করেন, বারোটার মধ্যে বন্ধ করতে হবে বাজার। কিন্তু সেই নির্দেশ সম্পূর্ণ অমান্য করে দুপুর দেড়টা পর্যন্ত বাজার খোলা রাখা হয়। পরবর্তীতে বাজারে পৌঁছে কোচবিহার জেলার ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল সহ বিরাট পুলিশ বাহিনী। অনেকক্ষণ ধরে বোঝানোর পরেও সাধারণ মানুষ তাদের জেদ ধরে রাখার কারণে বাধ্য হয়ে লাঠি চালাতে হয় পুলিশকে। এদিন লাঠি হাতে দেখা যায় মহকুমাশাসককেও। সঞ্জয় পাল বলেন, সাধারণ মানুষের অজ্ঞানতা কোচবিহারের ধ্বংসের কারণ হয়ে না দাঁড়ায় সেই কারণেই কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। সরকারি নির্দেশ অমান্য করলে কঠোর আইনী ব্যবস্থার প্রয়োগ করা হবে। বাজারের ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে সকাল ৭ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত সকলের বাজার খোলা থাকছে।

এর পাশাপাশি বুধবার, সকালে কোচবিহারের প্রতিটি ওষুধের দোকান, এটিএম কাউন্টার, ভবানীগঞ্জ বাজারে চুন দিয়ে গুন্ডি কেটে দিল কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহার পুরসভার তত্ত্বাবধানেই এই কাজ করা হয়। নির্দেশ দেওয়া হয়েছে গণ্ডির বাইরে কেউ ক্রেতা দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে গণ্ডির বাইরে থাকা কোন ক্রেতাকে যেন সামগ্রী না দেওয়া হয়। কোন দোকানের সামনে জটলা হলে সেই দোকানদারের ফাইন হবে। এটিএম কাউন্টার গলিতে একের বেশি ব্যক্তি প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে কোচবিহার জেলা প্রশাসন।

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version