দমদম থেকে সরানো হচ্ছে শ’খানেক বন্দিকে, উদ্ধার ফোন, রুপোর গয়না

শনিবারের তাণ্ডবের পর দমদম সংশোধনাগারের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে৷ ওইদিন সংশোধনাগারের রান্নাঘরের ব্যাপক ক্ষতি হয়৷ ফলে সোমবার পর্যন্ত সব বন্দিকে রান্না করা খাবার দেওয়া পুরোপুরি সম্ভব হয়নি৷ তাঁদের জন্য চিঁড়ে, খিচুড়ির ব্যবস্থা করা হয়৷ তবে মঙ্গলবার বন্দিরা রান্না করা খাবার খেয়েছেন বলে সংশোধনাগার কর্তৃপক্ষের দাবি। এদিকে, কারা দপ্তরের সদ্য নিযুক্ত ADG পীযূষ পাণ্ডের নেতৃত্বে বিশাল এক বাহিনী সংশোধনাগার জুড়ে তল্লাশি চালান। তাণ্ডবের সময় জেলারের লকার ভেঙে বেশ কয়েক লক্ষ টাকার সোনা-রুপোর গয়না, নগদ টাকা, বাজেয়াপ্ত করা মোবাইল নাকি লুঠ হয় বলে সংশোধনাগার কর্তৃপক্ষ দাবি করেছে৷ তল্লাশি চালিয়ে প্রায় ২০০ মোবাইল উদ্ধার করা হয়েছে। লুঠ হওয়া কিছু রুপোর গয়নাও নাকি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নগদ বা সোনার গয়না এখনও মেলেনি।

ওদিকে, সংশোধনাগার সূত্রের খবর, তাণ্ডবে কোন বন্দিরা ছিলেন, তা চিহ্নিত করার কাজ চলছে৷ মঙ্গলবার পর্যন্ত প্রায় ১০০ জন বন্দিকে চিহ্নিত করা গিয়েছে। তাঁদের অধিকাংশই বিচারাধীন পুরুষবন্দি। সঙ্গে ছিলেন কয়েক জন মহিলা বন্দিও। তাণ্ডবের নেতৃত্ব দেওয়া বন্দিদের কলকাতা ও আশেপাশের বিভিন্ন সংশোধনাগারে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Previous articleকারোনা পরিস্থিতিতে সাহায্য দিতে রাজ্যের নয়া হেল্পলাইন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next article“অযথা হেনস্থা নয়, বন্ধ করা যাবে না জরুরি পরিষেবা”, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর