করোনা পরিস্থিতিতে প্রথমে জনতা কার্ফু, রাজ্যে লকডাউন এরপর দেশ জুড়ে লকডাউন। ঘোষণা হতেই দোকানে ও বাজারে উপচে পড়া ভিড়। বুধবার সকাল থেকে একই ছবি হুগলি জেলা জুড়ে। রোগের থেকেও বড় ভয় কাজ করছে তা হল খাদ্য সঙ্কটের। যদিও রাজ্য ও কেন্দ্র দু তরফেই আশ্বাস দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যপণ্যের কোনও অভাব নেই। তবে লকডাউনের জেরে যান চলাচল বন্ধ। ফলে কাঁচা সবজির বাজার ছাড়া বাকি জিনিসপত্র বাজারে জোগান কমছে। তার উপর যেমন পারছেন মালপত্র কিনে ঘর বোঝাই করছেন, ফলে বাড়ছে জিনিসের দাম। এ বিষয়ে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেরই আবেদন শুধু বাজারে পুলিশ না ঘুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যোগান বাজারে যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করুক।
