মানবিকতার নির্দশন রাখলেন এ রাজ্যের বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া।
করোনা-আগ্রাসনের মোকাবিলায় তাঁর ‘দ্য ফোর্ট রায়চক রিসর্ট’টিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকারের হাতে তুলে দিলেন হর্ষ নেওটিয়া। ওই রিসর্টে ৩০টি স্যুইট রয়েছে। সবকটিই ব্যবহার করা যাবে করোনা মোকাবিলার জন্য। ইতিমধ্যে স্থানীয় এসডিও’র হাতে রিসর্টটি তুলেও দেওয়া হয়েছে। ২-১ দিনের মধ্যেই সেখানে কাজ শুরু হবে। অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেছেন, ‘গোটা দেশের মতো এই রাজ্যেও ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবায় আরও পরিকাঠামো গড়ে তোলার। তাই রাজ্য সরকারকে আমরা সাহায্য করছি মাত্র।’ করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন হাসপাতালে করোনা ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড বাড়ানোর পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজে কেবল করোনা চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলে দরকার হতে পারে আরও পরিকাঠামোর। এই পরিস্থিতিতে হর্ষ নেওটিয়ার নেওয়া পদক্ষেপকে অভিনন্দন জানাচ্ছেন সকলেই।