বেলেঘাটা আইডি হাসপাতাল, মেডিক্যাল কলেজের পর করোনা চিকিৎসার জন্য নয়া হাসপাতাল এবার রাজারহাট কোয়ারান্টাইন কেন্দ্র। এই কেন্দ্রে ইতিমধ্যেই করোনা সন্দেহে আইসোলেশনে থাকছেন বহু মানুষ। সেখানেই এবার হাসপাতালের পরিকাঠামো তৈরি করা হবে। কাল, বৃহস্পতিবার থেকেই এই কাজ শুরু হয়ে যাবে। ওই সেন্টারে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাঠানো হচ্ছে। স্বাস্থ্য দফতর যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কাজ শুরু করতে চলেছে।
