এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ। ছোট ব্লক কলিয়ারির পাওয়ার সেক্টরের কর্মী পূর্ণেন্দু মণ্ডল ডিউটিতে আসছিলেন। সেই সময় পুলিশ তাঁকে আটকান। পূর্ণেন্দু যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তা না শুনেই মারতে শুরু করে। সহকর্মীদের বক্তব্য, নাকাবন্দি হোক, কিন্তু পুলিশও সুস্থ সহ নাগরিকের পরিচয় দিক। নইলে তাঁরা বিদ্যুৎকেন্দ্র চালু রাখতে কাজে যেতে পারবেন না। বাকিটা বুঝবেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী।
