ওয়ার্ক ফর্ম হোম করছেন? জেনে নিন কী কী করবেন না

১৪ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। একাধিক সংস্থা ইতিমধ্যে ওয়ার্ক ফর্ম হোমের নোটিশ দিয়েছে। জেনে নিন কী কী করবেন না।

  • ব্যক্তিগত ইমেল বা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট নিজের অফিশিয়াল কোনও কাজ সেভ করবেন না।
  •  বাড়ির ইন্টারনেট কানেকশনকে প্রটেক্ট করার জন্য কোনও ভিপিএন সার্ভিস ব্যবহার করবেন না।
  • কাজ শেষ হয়ে গেলে বা সাময়িক বিরতির ক্ষেত্রে সিস্টেম অফ করে দিন।
  •  একই ইন্টারনেট ব্রাউজার দিয়ে অফিসের কাজ এবং ব্যক্তিগত কাজ করবেন না।
  •  বাড়িতে বসে কাজ করলে তার ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না।
  • কীভাবে বাড়িতে বসে কাজ করছেন তার বিবরণ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার দরকার নেই।
  • আপনার স্বামী বা স্ত্রী অন্য সংস্থায় কাজ করলে নিজের অফিসের ল্যাপটপ তার সঙ্গে শেয়ার করবেন না।
  • ল্যাপটপে নিজের অফিসের ফাইল এবং ব্যক্তিগত ফাইল আলাদা রাখুন।
  •  নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অফিসের কাজের জন্য একই ব্রাউজার ব্যবহার করবেন না।
Previous articleকোয়ারেন্টাইন থেকে পালালেন বিদেশ ফেরত মহিলা, বাকিটা চমকে দেবে!
Next articleদেশজুড়ে লকডাউন, তার মধ্যেই তেহরান থেকে ফিরলেন ২৭৭ জন