Wednesday, August 27, 2025

মোদির পরামর্শ উড়িয়ে অযোধ্যায় সদলবলে রাম-মূর্তি স্থানান্তরে যোগী আদিত্যনাথ

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসকে ঠেকাতে মঙ্গলবার রাতেই ২১ দিনের “জাতীয় লকডাউন” ঘোষণা করেছেন৷ গোটা দেশকে তিনি বলেছেন ঘরে থাকতে!

আর এই ঘোষণার ১২ ঘণ্টার মধ্যেই নির্দেশ উড়িয়ে অযোধ্যায় রামের মূর্তি স্থানান্তরের কাজে বুধবার সকালে সদলবলে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ করোনা আতঙ্কের মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশ উড়িয়ে রামের মূর্তি স্থানান্তরের আচারে ব্যস্ত হলেন যোগী আদিত্যনাথ৷


দু’দিন আগে শোনা গিয়েছিলো, করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে এই অনুষ্ঠানটি পিছিয়ে যেতে পারে। কিন্তু যোগী চেয়েছেন অনুষ্ঠান হোক। আর তাই সব বিধি ভেঙ্গে এদিন সকালে সরানো হলো রামের মূর্তি৷

ঠিক হয়েছে, মন্দির তৈরি না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী শেডের তলায় রাখা থাকবে মূর্তিটি।
বুধবার ভোরবেলা রাম জন্মভূমিতে থাকা একটি টিনের শেডের তলা থেকে রামের প্রতিমা স্থানান্তরিত করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপাতত ওই মূর্তি সরিয়ে ফাইবার দিয়ে তৈরি অস্থায়ী শেডের তলায় রাখা হয়েছে। ওই স্থানে মন্দির তৈরি না হওয়া পর্যন্ত এখানেই রাখা থাকবে মূর্তিটি। এই অনুষ্ঠানটিকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রথম পর্বের সূচনা বলে অভিহিত করে টুইট করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

লকডাউন চলাকালীন জারি করা এক নির্দেশে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল, “জনসাধারণের জন্য সমস্ত উপাসনালয় বন্ধ থাকবে”। সেই নির্দেশকেও বুড়ো আঙুল দেখালেন আদিত্যনাথ৷

অযোধ্যা প্রশাসন অনেক আগ ইতিমধ্যেই ২ এপ্রিল পর্যন্ত শহরে তীর্থযাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে সতর্কতার কারনে৷ তার মাঝে কেন স্বয়ং মুখ্যমন্ত্রীই ভাঙলেন বিধি,
এ নিয়ে প্রশ্ন উঠেছে দেশজুড়ে৷
ঘটনাস্থল থেকে পাওয়া নানা ছবি ও ভিডিওতে সাফ দেখা গিয়েছে শহরের বহু বিশিষ্ট সাধুদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী প্রার্থনা করছেন। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রধানসহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version