আয়ুষ্মান ভারত প্রসঙ্গে মমতাকে বিঁধলেন বাবুল সুপ্রিয়

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজের সিদ্ধান্ত বদলাতে পারলে কেন পারবেন না বাংলার মুখ্যমন্ত্রী?আয়ুষ্মান ভারত প্রসঙ্গে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।মমতা বন্দ্যোপাধ্যায় এর মত অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্যবীমা প্রকল্পে শামিল হননি। কিন্তু বর্তমান করোনা সংকটে দাঁড়িয়ে দিল্লি সরকার সিদ্ধান্ত বদলেছে। প্রসঙ্গত উল্লেখ্য আয়ুষ্মান ভারত এর একটি মোটা অংশ নিতে হয় রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, যেহেতু পশ্চিমবঙ্গের নিজস্ব স্বাস্থ্য সাথী প্রকল্প আছে ,তাই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রয়োজন নেই।

Previous article“সুখ দুঃখের হিসসেদার; মমতাদি আরেকবার”
Next articleকরোনা নির্ণয় কেন্দ্র চালু হল উত্তরবঙ্গে