নির্দিষ্ট সময় মেনে পোস্তা বাজার চালু করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

পোস্তা বাজার নির্দিষ্ট সময়ের ভিত্তিতে চালু করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী নিজে ওই বাজারে যান৷ সঙ্গে ছিলেন নগরপাল অনুজ শর্মা৷ মুখ্যমন্ত্রী ওই বাজারের ব্যবসায়ীদের আশ্বাস দেন বাজার চালু করার ৷ এই বাজার বন্ধ থাকলে শহরের বিস্তীর্ণ এলাকার খুচরো বাজার বন্ধ হয়ে যাবে৷ ওইখানে দাঁড়িয়েই

পুলিশের স্থানীয় ডিসি-কে পোস্তা বাজার চালু করার নোডাল অফিসার হিসাবে দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী৷ পুলিশকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই বাজারের ব্যবসায়ী, কর্মচারী এবং মোটবাহকদের “পাস” বা লকডাউনে চলাফেরা করার অনুমতিপত্র দেওয়ার ব্যবস্থা করার জন্য৷

Previous articleকরোনা মহামারী আসছে! ভবিষ্যবাণী করেছিলেন মাইকেল জ্যাকসন!
Next articleকরোনায় ত্রাণ সংগ্রহের আবেদন শিক্ষক সংগঠনের