জনমানব শূন্য রাস্তা, অনাহারে দিন কাটছে নিরাশ্রয়দের

ট্রেন বন্ধ। জনমানব শূন্য প্ল্যাটফর্ম। সারাদিন ধরে পথচলতি মানুষ দেখে অভ্যস্ত ওঁরা । অথচ লকডাউন, জনতা কার্ফু, করোনা কোনটাই ঠিক বোধগম্য হচ্ছে না তাঁদের। না খেয়ে দিন কাটছে নৈহাটি, বারাকপুর, কাঁকিনাড়া, খড়দহ স্টেশনের থাকা ভবঘুরেদের।

লকডাউনে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু নিরাশ্রয়দের ঠিকানা প্ল্যাটফর্ম, ফুটপাত।
দু চারজন পুলিশ মাঝেমধ্যে গিয়ে তাঁদের লাঠি দিয়ে তাড়িয়ে দিচ্ছে অন্যত্র। কিন্তু যাদের মাথার উপরে ছাদ নেই, তাঁদের কাছে ‘অন্যত্র ‘ মানে অন্য কোনও প্ল্যাটফর্ম বা রাস্তা। বছরের অন্যান্য সময় পথচলতি মানুষ যে দু চার পয়সা বা খাবার দেয় তাতেই চলে। রাস্তায় লোকজন না থাকায় অনাহারে দিন কাটছে তাঁদের।

Previous articleকরোনা মোকাবিলায় বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র
Next articleপার্ক স্ট্রিটে জন্মদিনের পার্টি: পোস্ট আসল না ভুয়ো?