করোনা মোকাবিলায় বড় আর্থিক প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র

গরিব কল্যাণ প্রকল্পে ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ বৃহস্পতিবার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

করোনা যোদ্ধাদের জন্য বিমা দেবে কেন্দ্র।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকার বিমার আওতায় রাখা হবে।

দেশের ৮০ কোটি দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে খাদ্য দেওয়া হবে।

কোনও গরিব যাতে অভুক্ত না থাকেন সেজন্য আগামী তিন মাসের জন্য বাড়তি ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে ১ কেজি করে ডাল।

তিন কোটি প্রবীণ, গরিব বিধবা ও গরিব প্রতিবন্ধী মানুষকে দুই কিস্তিতে মোট ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

সরাসরি মহিলা জনধন প্রকল্পে ২০ কোটি মহিলাকে ৫০০ টাকা করে আগামী তিন মাস দেবে কেন্দ্র।

৮ কোটি ৬৯ লক্ষ কৃষককে এপ্রিলের শুরুতে দেওয়া হবে ২ হাজার টাকা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৩ টি করে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে আগামী তিন মাস। ৮ কোটির বেশি বিপিএল তালিকাভুক্ত মহিলা এর ফলে উপকৃত হবেন।

৭ কোটি ৬৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ঋণদানের উর্ধসীমা ১০ লক্ষ থেকে বেড়ে হচ্ছে ২০ লক্ষ টাকা।

১০০ দিনের কাজের মজুরি ১৮২ টাকা থেকে বেড়ে হল ২০২ টাকা। এর ফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক।

৮০ লক্ষ শ্রমিক-কর্মচারীর জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা।

১৫ হাজার টাকা পর্যন্ত বেতনভুক শ্রমিকদের পিএফ-এর টাকা দেবে কেন্দ্র।

১০০ জনের কম কর্মী আছে এমন সংস্থার কর্মীদের পিএফ দেবে কেন্দ্র।

Previous articleবাস থেকে নামতে নারাজ অসুস্থ মহিলা, চাঞ্চল্য বেলেঘাটা আইডিতে
Next articleজনমানব শূন্য রাস্তা, অনাহারে দিন কাটছে নিরাশ্রয়দের