লকডাউন সামলাতে পুলিশের লাঠি, এক যুবকের মৃত্যুর অভিযোগ হাওড়ায়

করোনা আতঙ্ক রুখতে গোটা দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। তা সত্ত্বেও বিভিন্ন সময়ে অকারণে ভিড় করছেন সাধারণ মানুষ। বাধ্য হয়েই কঠোর ভূমিকা নিতে হচ্ছে পুলিশকেও । লকডাউন চলাকালীন রাস্তায় বেরিয়ে পুলিশের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল হাওড়া সাঁকরাইলে। মৃতের নাম লাল স্বামী। তার স্ত্রীর অভিযোগ , দুধ আনতে বেরিয়েছিলেন । রাস্তায় জমায়েত নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে লাঠির ঘায়ে লাল স্বামী আহত হন। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে হাওড়া পুলিশ গোটা বিষয়টি অস্বীকার করে। তাদের বক্তব্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Previous article” দিদি তুমি কেমন আছো, কখনও তো জানতে চাই না”
Next articleবাস থেকে নামতে নারাজ অসুস্থ মহিলা, চাঞ্চল্য বেলেঘাটা আইডিতে