লকডাউন নিয়ে কী বললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর

করোনা সংক্রমণ রুখতে মঙ্গলবার রাত বারোটা থেকে ২১ দিনের জন্য সারা দেশজুড়ে লকডাউন এর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে এই লকডাউন নিয়ে মুখ খুললেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি এক টুইট বার্তায় জানান, দেশের এই পরিস্থিতির জন্য লকডাউন হয়তো বা সঠিক সিদ্ধান্ত। কিন্তু ২১ দিন বড্ড দীর্ঘসময়। করোনা পরিস্থিতি সামাল দিতে দেরি করায় কেন্দ্রকে এখন ২১ দিনের জন্য গোটা দেশ লকডাউন করতে হচ্ছে।এছাড়াও তিনি বলেন দেশের সাধারণ মানুষ এই বিপর্যয় কীভাবে মোকাবিলা করবে তার জন্য সুস্পষ্ট কোন নীতি নেই মোদি সরকারের। করোনা মোকাবিলা করতে গিয়ে হয়তো বা আরো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারে দেশ।

Previous articleলকডাউন সফল করতে এ কী করল পুলিশ!
Next article“সুখ দুঃখের হিসসেদার; মমতাদি আরেকবার”