দেশজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার অভিনব সব পদ্ধতি৷ দেখে নিন একনজরে তারই কয়েকটি দৃষ্টান্ত:
দেশের এক রেল স্টেশনে লাল দাগ দিয়ে যাত্রীদের দাঁড়ানোর জায়গা চিহ্নিত করা হয়েছেএক দোকানদার পাইপের সাহায্যে মাল সরবরাহ করছেনমহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মুম্বইয়ের বাংলোয় মন্ত্রিসভার বৈঠক৷ নির্দিষ্ট দূরত্ব মেনে বসেছেন মন্ত্রীরাবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাগ কেটে ঠিক করে দিচ্ছেন ক্রেতারা কতখানি দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াবেন
ধারাবাহিক ব্যর্থতা অতীত, বিগত দুই মরশুমে সেলিব্রিটি ক্রিকেট লিগে(CCL) নজরকাড়া পারফরম্যান্স করেছে বেঙ্গল টাইগার্স(Bengal Tigers)। ২০২৪ সালে চ্যাম্পিয়ন...