করোনা সতর্কতায় ঘরবন্দি সাধারণ মানুষ। দেশজুড়ে চলছে লকডাউন। এবার দুস্থদের জন্য মোদি কিট পৌঁছে দেবে গেরুয়া বাহিনী। যে মোদি কিট বাজারে আসতে চলেছে তাতে থাকছে ২ কেজি তেল, ২ কেজি চাল, ১ কেজি ডাল, হলুদ , সর্ষে, ধনে, চা, ছোলা, পোশাক, ১ টি সাবান, আটা ও বিস্কুট। জানা গিয়েছে, আরএসএস- এর সদস্যরা দুঃস্থদের কাছে পৌঁছে দেবে এই সরঞ্জাম।
