১) আমাগী ৬ মাস রেশন বিনামূল্যে দেওয়া হবে।

২) সামাজিক পেনশন দুই মাসের টাকা অগ্রিম দেওয়া হচ্ছে।

৩) সব জেলা আধিকারিকদের বলা হয়েছে মানবিক ভাবে কাজ করার জন্য। মানুষের সমস্যা হলে দেখে নিতে হবে। পুলিশের কিছু কাজ আমাদের ভালো লেগেছে। কিন্তু কিছু কাজ ভালো লাগেনি। সেই ধরনের কাজের জন্য কয়েকটি কেস এসেছে, সেখানে তাদের ক্লোজ করা হয়েছে।

৪) উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ল্যাব তৈরি করা হলো। ওখানে মানুষের সুবিধা ওখানেই দেওয়া হবে। ওখানেই পরীক্ষা করা হবে।

৫) ৫০০০ থার্মাল গান আমরা পেয়েছি। সেটা পৌঁছে দেওয়া হচ্ছে। আরও ৫০০০ হাজার আমরা অর্ডার দিয়েছি।

৬) সব ধর্মীয় সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই নিয়ম মেনে চলেন। কেউ ভিড় করেনি।

৭) আগামী ৩১ মার্চ আমরা লকডাউন রিভিউ করবো। যদিও কেন্দ্র সরকার সেটা বাড়িয়ে দিয়েছে।

৮) ক্ষমতার অপব্যবহার করা যাবে না।

৯) একটা ফেক নিউজ আমাদের কাছে এসেছে। সেটা আমি পুলিশকে দেখতে বলেছি। যারা এইটাকে নিয়ে প্ররোচনামূলক কাজ করতে চাইছি, তাদের বলবো আগুন নিয়ে খেলবেন না। এর জন্য পুলিশ ব্যবস্থা নেবে।

১০) ওষুধের কোনও অভাব নেই। অনকে ওষুধ আছে।

১১) মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ। তারা আমাদের আবেদন রেখেছে। বাকি রাজ্যগুলিকে আমরা অনুরোধ করেছি। রাজ্যের কর্মীরা যেখানে আছে তারা যেন ঠিক থাকে। সেটা দেখার জন্য।
১২) ২৫০ টাকা করে দেওয়া হবে। যারা সরকারকে সহযোগিতা করবেন। বিকাল চারটে পর্যন্ত কাজ করবে।