গত ৪৮ ঘন্টায় সেভাবে কলকাতা-সহ গোটা রাজ্যে বিশেষ থাবা বসতে পারেনি মারণ ভাইরাস করোনা। মনে করা হচ্ছিল লকডাউনের সুফল হয়তো মিলছে। কিন্তু না। আজ, শুক্রবার রাতে এলো ভয়ানক খারাপ খবর। একইসঙ্গে ৫ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি।

আক্রান্তদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে। আজ নতুন করে যে পাঁচ আক্রান্তকারীর হদিশ মিলেছে, তাদের মধ্যে দু’জন শিশু কন্যার বয়স ৯ মাস ও ৬ বছর। অন্যজন ১১ বছরের এক নাবালক। এছাড়া ২৭ ও ৪৫ বছরের দুই মহিলার শরীরেও এই ভাইরাসের সন্ধান মিলেছে।
