করোনা আক্রান্ত মানুষদের পাক অধিকৃত কাশ্মীরে পাঠিয়ে দিচ্ছেন ইমরান খান

লকডাউন এর অর্থ দেশের আর্থিক পরিকাঠামো ভেঙে পড়া। একথা আগেই জানিয়েছিলেন ইমরান খান। পাকিস্থানে এখন লকডাউন ও নেই, চিকিৎসাও তথৈবচ। করোনা আক্রান্ত শুনলেই পাঠানো হচ্ছে নির্বাসনে। অথচ করোনা তাণ্ডবে মোটেও ভাল নেই পাকিস্তান। শুধুমাত্র বৃহস্পতিবারে পাকিস্তানের বিভিন্ন জায়গায় সংক্রমনের সংখ্যা ১১৬ জন। ইতিমধ্যেই হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছেন এই দেশে। মৃতের সংখ্যা ১০। তবুও হুঁশ নেই সরকারের। দেশে চিকিৎসার পরিকাঠামো নেই এই অজুহাতে কারো শরীরে করোনার সংক্রমণ দেখা দিলেই তাকে তড়িঘড়ি পাক অধিকৃত কাশ্মীরে পাঠানো হচ্ছে। অথবা রাখা হচ্ছে বালুচিস্তানের বিভিন্ন জায়গায়। পাক সরকারের এই সিদ্ধান্তে খুশি নন দেশের একাংশ।

Previous articleখারাপ খবর বাংলা: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৯ মাসের শিশু-সহ ৫
Next articleসংক্রমণ রুখতে আজব নিদান মানকুণ্ডুর বাসিন্দাদের