করোনা ঠেকাতে তৎপর হয়েছেন সর্বস্তরের মানুষ। এবার মুম্বই পুরসভার কর্মীদের জন্য N95 মাস্ক কিনলেন হৃতিক রোশন।
সম্প্রতি টুইট করে একথা তিনি নিজেই জানিয়েছেন। লিখেছেন, শহর ও সমাজকে যারা সুরক্ষিত রাখার দায়িত্ব নিয়েছেন তাদের কথাও ভাবতে হবে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীদের জন্য N95 ও FFP3 মাস্ক কিনেছেন বলে উল্লেখ করেছেন। করোনা মোকাবিলায় মহারাষ্ট্র সরকারকে সাহায্য করতে চান বলেও উদ্ধব ঠাকরের কাছে আবেদন জানিয়েছেন অভিনেতা।
My gratitude to @AUThackeray for giving me the opportunity to support the Maharashtra govt in their endeavour to curb the pandemic. It is our duty to help in whatever capacity we can. @mybmc #coronavirusoutbreak #stayhomestaysafe
— Hrithik Roshan (@iHrithik) March 26, 2020
In times such as these, we must do whatever we can to ensure the safety of the most fundamental caretakers of our city and society. I have procured N95 and FFP3 masks for our BMC workers and other caretakers… 1/2
— Hrithik Roshan (@iHrithik) March 26, 2020