গোটা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে। ভারতেও সংখ্যাটা ৭০০ পেরিয়েছে। চিন্তার ভাঁজ সব মহলে। মঙ্গলবার রাত বারোটা থেকে গোটা দেশ লকডাউন এ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকেই আগামী ১৪ এপ্রিল বিভিন্ন পরিবহন পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । চিনে করোনা সংক্রমণ রুখতে স্টেডিয়াম গুলিকে কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করা হয়েছে। সেই পরিকল্পনা মাথায় রেখে অভিনব সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আপাতত বন্ধ থাকা ট্রেনের কামরা গুলিকে কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করার জন্য প্রস্তুত করছে তারা। রেলের উন্নত এবং আধুনিক বগি গুলিকেই কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহার করা হবে। ইতিমধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত করার নীল নকশা তৈরি কাজ শুরু করে দিয়েছে ভারতীয় রেল। কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করা রেলের কামরা গুলিকে কোথায় রাখা হবে? অথবা এর বিদ্যুৎ সাপ্লাই কীভাবে দেওয়া যাবে? তা নিয়ে ভাবনাচিন্তাও শুরু হয়ে গিয়েছে।
