আর্থিকভাবে অসচ্ছলদের জন্য খাবারের ব্যবস্থা কোন্নগর পুরসভার

করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন চলছে সারা দেশজুড়ে। এই অবস্থায় অভিনব উদ্যোগ নিলেন কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়।

দেশজুড়ে লকডাউনের কারণে আতঙ্কিত দিন আনা দিন খাওয়া মানুষরা। তাদের জন্য উদ্যোগ নিল কোন্নগর পুরসভা। আর্থিকভাবে সচ্ছল নয় এমন মানুষের খাবার তুলে দেওয়া শুরু হলো শুক্রবার থেকে। কোন্নগর ব্রহ্মসমাজ ঘাটে খাওয়া-দাওয়ার আয়োজন করেছে পুরসভা।

পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় জানান, “যারা দিন আনে দিন খায় লকডাউনের জন্য তাদের সমস্যা হচ্ছে। কিন্তু করোনা মোকাবিলায় অন্য কোনো পথ নেই। তাই লকডাউন চলাকালীন প্রত্যেকদিন গরীব মানুষদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হলো কোন্নগর ব্রহ্মসমাজ ঘাটে।”

Previous articleলাইভে এসে গালিগালাজ শ্রীলেখার, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়
Next articleকরোনা আতঙ্কে এবার ডাক্তারকেই হেনস্থা