Thursday, November 13, 2025

বেকারিতে কর্মী নেই, মিলছে না পাউরুটি, লুটপাটের অভিযোগ

Date:

পাউরুটি উৎপাদন ও সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। লকডাউনে ছাড় দেওয়া হয়েছে পাউরুটিকে। কিন্তু কলকাতা, শহরতলি ও জেলার বিভিন্ন প্রান্তে পাউরুটি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে৷ অথচ পাউরুটি অত্যাবশকীয় দ্রব্যের তালিকায়৷ রাজ্যের একাধিক বেকার্স অ্যাসোসিয়েশন পাউরুটি না পাওয়ার অভিযোগ স্বীকারও করে নিয়েছে। তাদের বক্তব্য, কর্মচারীরা আসছেন না। ফলে কলকাতা ও জেলার একাধিক পাউরুটি কারখানা বন্ধ করে দিতে হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলায় দোকান-বাজার খোলা থাকলেও, পাউরুটি পাওয়া যায়নি বলে অভিযোগ। জয়েন্ট অ্যাকশন কমিটি অব ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ইদ্রিশ আলি বলেন, বিভিন্ন জায়গায় পাউরুটি পাওয়া যাচ্ছে না, এটা সঠিক। তার মূল কারণ হল কারখানায় কর্মচারীদের না আসা। কলকাতায় ছোট-বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি কারখানার মালিক তাঁদের ইউনিট বন্ধ করে দিয়েছেন বলে তাঁর দাবি।

সাধারণ মানুষকে পাউরুটি সরবরাহের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা দাবি করেছে বেকার্স অ্যাসোসিয়েশন।কারন, কারখানা থেকে অথবা বিক্রির সময় পাউরুটি লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।

——-

লকডাউনে মানুষের কাছে খাদ্য, প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে উদ্যোগী ডাক বিভাগ, ক্ষুব্ধ কর্মীরা

লকডাউনে সাধারণ মানুষের কাছে খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে উদ্যোগী হল ডাক বিভাগ। প্রত্যেকটি রাজ্যের মুখ্যসচিবের কাছে এই ব্যাপারে চিঠি পাঠিয়েছেন ডাক বিভাগের সচিব প্রদীপ্তকুমার বিষয়ী।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version