Friday, November 14, 2025

করোনার স্থায়িত্ব কম, বলছেন বাঙালি গবেষক শরিফ হাসান

Date:

জিনগত অবস্থানে ধরা যাচ্ছে করোনা ভাইরাসের স্থায়িত্ব কম। করোনার ক্ষেত্রে উত্তাপও মারণ ফ্যাক্টর।

পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা এক গবেষক, শেখ শরিফ হাসান তথ্য দিয়ে প্রমাণ করেছেন এই দাবি। শ্রীনগরের NIT কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই গবেষক রঞ্জিৎকুমার রাউত এবং বিপুল শর্মার সঙ্গে এই গবেষণা করেছেন তিনিও। গবেষণাপত্রটি এলসভিয়ারের মতো আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য রিভিউ করা হচ্ছে।

শরিফ হাসান বলেছেন, উত্তাপে যে করোনা ভাইরাস টিকতে পারে না, তা হাতেকলমে প্রমাণের আর কোনও প্রয়োজন নেই। এর জিসি কনটেন্টই তা বলে দিচ্ছে। এর জিসি বা গুয়ানিন ও সাইটোসিস কনটেন্ট আগাগোড়া ৩৭ শতাংশ। সেটা খুবই কম। অর্থাৎ তাপ বাড়লেই এর প্রোটিন শুধু নয়, এর অণুগুলিও চট করে ভেঙে যাবে। এর স্থায়িত্বও যে খুব কম, সেটা এর থেকে বোঝা যায়। তবে এর পিউরিন এবং পিউমিডিন স্ট্রাকচারও সমান সম্ভাবনাময়।

শরিফের দাবি, এই ভাইরাসের জিনগত সজ্জা এত নিখুঁত, যে মনে হবে এটা মেশিনে তৈরি। নভেল করোনা ভাইরাসটি ল্যাবের জেনেটিক ইঞ্জিরিয়ারিংয়ের ফসল, এমন অশুভ ইঙ্গিতই তা থেকে পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন, মাথায় রাখতে হবে, এই ভাইরাসের দু’টি গুরুত্বপূর্ণ মিউটেশন হয়ে গিয়েছে। তার পরেও এর জিসি কনটেন্ট একই রয়ে গিয়েছে। সেটা কিন্তু আশার কথা। কারণ এর জিসি কনটেন্ট বেড়ে গেলে সেটাকে কব্জা করা আরও কঠিন হয়ে যেত। ৩০ হাজার বেস পেয়ার দৈর্ঘ্যের আরএনএ সিকোয়েন্সের এই ভাইরাসের জিনগত সজ্জা বোঝার বিষয়টি এত দ্রুত বের করা সহজ ছিল না বলেই জানাচ্ছেন গবেষকরা। তবে, একধাপ এগিয়ে তাঁরা এবার ভাইরাসের অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার কেমন, তা গবেষণা করে দেখার চেষ্টা করছেন।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version