মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাযুদ্ধের জন্য যে বিশেষ ত্রাণ তহবিলটি করেছেন, তাতে 20 লক্ষ টাকা দিল মোহনবাগান ক্লাব। এই কঠিন সময়ে এইভাবেই এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবকর্তারা। সচিব সৃঞ্জয় বোসসহ কর্তাদের বিশ্বাস, মোহনবাগানকে দেখে এবার ময়দানের অন্য ক্লাবগুলিও এগিয়ে আসবে।