Saturday, August 23, 2025

ভাইরাস ছড়িয়ে দেওয়ার বার্তা ফেসবুকে পোস্ট করে গ্রেফতার বেঙ্গালুরুর ইনফোসিস কর্মী

Date:

লকডাউনের সময় সোশ্যাল-ডিসট্যান্স বজায় রাখতে দেশবাসীকে ঘর-বন্দি থাকার আবেদন জানানো হয়েছে। ঠিক তখনই বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফেসবুকে পোস্ট করে জনগণের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। ওই পোস্ট ছড়িয়ে পড়ামাত্রই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে তাড়ানো হয়েছে ইনফোসিস থেকে।

এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম মুজিব মহম্মদ। ২৫ বছরের মুজিব ফেসবুক পোস্টে লিখেছিলেন, “Let’s join hands, go out and sneeze with open mouth in public. Spread the virus.”
অর্থাৎ ‘‘আসুন হাত ধরে বাইরে বেরোই এবং প্রকাশ্যে খোলা মুখেই হাঁচি। ভাইরাস ছড়িয়ে দিন।’’

এই পোস্ট দেখেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সিটি ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার সন্দীপ পাতিল বলেছেন, ‘‘লোকজনকে হেঁচে ভাইরাস চড়িয়ে দিতে বলা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম মুজিব। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’

বিষয়টি জানতে পেরেই মুজিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইনফোসিস। সেই তদন্তের পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি টুইট করে জানিয়েছে ইনফোসিস। টুইটে লেখা হয়েছে, ‘‘আমাদের কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তদন্ত শেষ হয়েছে। এটা ভুলবশত করে ফেলা কাজ নয়৷ ওই কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট ইনফোসিসের সামাজিক দায়বদ্ধতা ও কোড অব কনডাক্টের পরিপন্থী। এ হেন কাজের জন্য জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ওই কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।’’

কর্নাটকে ইতিমধ্যেই
করোনা- আক্রান্তের সংখ্যা ৬৪ হয়েছে। ৩ জনের মৃত্যুও হয়েছে৷

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version