তেহট্টের এক পরিবারের পাঁচজনের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে ক্ষোভ রাজ্য সরকারের। ক্ষোভ মূলত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে। তেহট্টের এই পরিবারকে দিল্লিতে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা উপেক্ষা করেই রাজধানী এক্সপ্রেস ধরে কলকাতায় ফিরে পাবলিক ট্রান্সপোর্টেশনে বাড়ি ফেরে। রাজ্যের বক্তব্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যদি এই পরিবারের কোয়ারান্টাইন থেকে পালিয়া আসার ঘটনা ঘটার সময়েই রাজ্যকে জানাত, তাহলে অনেক আগেই ব্যবস্থা নেওয়া যেত। তাহলে হয়তো অন্য অনেকের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। তবে এই পরিবার কাদের সংস্পর্শে এই ক’দিনে এসেছে, তা খুঁজে বের করায় যুদ্ধকালীন পরিস্থিতিতে অনুসন্ধানে ব্যস্ত রাজ্য প্রশাসন।
