সব সময় নাটক করলে এমনই হয়৷

করোনায় কাঁপছে গোটা দেশ। লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন, নাকাল হচ্ছেন দেশবাসী৷

ঠিক এই পরিস্থিতিতে শনিবার নিশ্চিন্তে বাড়িতে বসে ‘রামায়ণ’ দেখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। দেশের এই সংকটকালে যে কেন্দ্রীয়মন্ত্রী বাড়িতে নিশ্চিন্তে টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে বসেন, তাকে আর যাই হোক দায়িত্ববোধসম্পন্ন বলা যায় না৷ তবুও তিনি মন্ত্রী ৷

কিন্তু তিনি এভাবে বেইজ্জত হতেন না৷ তাঁর তখন সম্ভবত মনে হলো, ‘এই যে আমি রামায়ণ দেখছি, সেই ছবিটা যদি টুইট করি, তাহলে ভক্তরা তাঁকে মাথায় তুলে নাচবে৷
যেমন ভাবা তেমন কাজ৷ করলেন টুইট৷ জাভড়েকর
লিখলেন, ‘‘আমি রামায়ণ দেখছি, আপনারা কী দেখছেন?’’ সঙ্গে গদগদ মুখের ছবি, সকালে বাড়ির সোফায় বসে সেই ‘রামায়ণ’ দেখছেন ভক্ত জাভড়েকর৷

অতিরিক্ত স্মার্টনেস দেখিয়ে ছবিসহ টুইট তো করলেন, তারপর কী হলো ?

ওই ছবি সামনে আসতেই জাভড়েকরকে ধুইয়ে দিলেন নেটিজেনদের সিংহভাগ৷ জোয়ারের মতো প্রশ্ন আছড়ে পড়লো সেই টুইটে৷ কেউ লিখলেন, “আচমকা লকডাউন ঘোষণা করায়, সাধারণ মানুষের জীবনযাত্রা যখন বিপর্যস্ত হতে বসেছে, তখন আপনি বাড়িতে বসে নিশ্চিন্ত হয়ে রামায়ণ দেখছেন কী ভাবে?”
রাজীব জৈন নামে আর একজন লেখেন, ‘‘না খেতে পেয়ে ১১ বছরের রাহুল মুসাহরের মৃত্যু হয়েছে। ঠিক আছে। চলুন রামায়ণ দেখি জাভড়েকর।’’

তবে সবাইকে ছাপিয়ে গেলেন নিশান্ত ঝা নামে এক ব্যক্তি৷ তিনি টুইটারে লেখেন, ‘‘না খেয়ে ঘুমোতে হচ্ছে আমাকে। আপনার লজ্জা হওয়া উচিত জাভড়েকর।’’


এরপর কী করলেন মন্ত্রীমশাই ?
ভক্তদের কাছে হিরো হওয়ার সাধ ততক্ষণে মিটে গিয়েছে৷ যে ভাবে ট্রোলড হলেন, তাতে ছবিটি মুছে দিতে বাধ্য হলেন জাভড়েকর।
এমন কাজ এদিন অসংখ্য স্বঘোষিত ভক্তরাও করেছেন, কিন্তু এরা এতটাই চুনোপুঁটি যে নাগরিকরা তাদের উপেক্ষাই করেছেন৷



