করোনা মোকাবিলায় এবার রাজ্য সরকারের পাশে দাঁড়ালো কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। শতাব্দী প্রাচীন এই ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। পরে আরও ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার।

এর আগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে কলকাতার আরেক ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান। এবার সেই পথেই হাঁটল ইস্টবেঙ্গল।
